মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে মুকুন্দপুর ইউনিয়ন যুব বিভাগের দায়িত্বশীলদের নিয়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হাবিবপুর মেরিট কেয়ার স্কুলের হলরুমে এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুববিভাগের সভাপতি মোকছেদুল মমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ওয়াজকুরুনী রনি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা যুববিভাগের দায়িত্বশীল মোঃ আবু হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল বাশার, মুকুন্দপুর ইউনিয়ন আমীর মোঃ বাবুল হোসেন, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক ও যুববিভাগের কেয়ারটেকার মশিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুববিভাগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাসুদ, প্রচার সম্পাদক আব্দুল আজিজ, বায়তুলমাল সম্পাদক আবু বক্কর, অফিস সম্পাদক আজিজুল হাকিম, তারবিয়াত সম্পাদক এস্তামুল হক ও ক্রিয়া সম্পাদক রাসেল কবিরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে দেশের যুব সমাজ এক চরম নৈতিক অবক্ষয়ের মুখোমুখি। মাদক, অপসংস্কৃতি ও বেকারত্বের কারণে তারা বিপথে চলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর যুব বিভাগের দায়িত্ব আরও বেড়ে গেছে। তরুণদের আদর্শ, নৈতিকতা ও নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আলোকিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।তিনি আরও বলেন, কুরআন-সুন্নাহর আলোকে গড়ে তোলা যুবকই পারবে দেশ ও জাতির মুক্তির অগ্রপথিক হতে।সমাবেশে ইউনিয়নের বিপুল সংখ্যক যুব নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.