Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাজারো মানুষের ঢল, ফরিদপুরে গ্রামীণ ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশ

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

যুব সমাজকে মোবাইল ও নেশার আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কেরশাইল আদর্শ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

 

শুক্রবার বিকেলে ইউনিয়নের জয়নগরের কেরশাইল কালিবাড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় সালথা উপজেলার সম্মান সেন ফুটবল একাদশ ও বোয়ালমারী উপজেলার কয়রা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় খেলা ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় কয়রা ফুটবল একাদশ।

 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিএনপি’র সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।

 

তিনি বলেন, “শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে মোবাইল ও মাদকের নেশা থেকে দূরে রাখতে গ্রামীণ পর্যায়ে এমন আয়োজন আরও বাড়াতে হবে।” তিনি মাঠগুলো দখলমুক্ত রেখে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সুভাষচন্দ্র সাহা, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, ব্যবসায়ী ও সমাজসেবক দেলোয়ার হোসেন প্রমুখ।

 

মাসব্যাপী এই প্রতিযোগিতায় ফরিদপুর জেলার বোয়ালমারী, মধুখালী ও সালথা উপজেলার আটটি দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় স্থানীয় উন্নয়নমূলক সংগঠন আর এম গ্রুপের পক্ষ থেকে বিজয়ীদের ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

 

খেলা দেখতে মাঠে জড়ো হয়েছিল অন্তত ১৫ হাজার দর্শক। উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ফুটবলপ্রেমী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।