স্টাফ রিপোর্টার নড়াইল
কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের তুলারামপুর হাইওয়ে থানার সামনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাস খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্বার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে এ সড়কে দুর্ঘটনা ঘটে।
এসময় আহতরা হলেন, ট্রাক চালক এনামুল হক কবিতা রানী, সাথী আক্তার, রিজিয়া বেগম, আন্না, আরিয়ান কাজী, রতœা বেগম, কল্পনা, আরজিনা, মিনতী বিশ্বাস, সুভদ্র রানী, অনিমা, আকাশ মোল্যা, সুলতানা, উর্মিলাসহ বেশ কয়েকজন।
পুলিশ সুত্রে জানায়, শুক্রবার বিকালে নড়াইল থেকে যশোরের দিক যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে তুলারামপুর হাইওয়ে থানার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবোঝাই বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শরীফ মোঃ হাসান ফেরদৌস বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের হাসপাতালে ১২জন আহত অবস্থায় এসেছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ট্রাকচালক এনামুল ও উর্মিলা কে উন্নত চিকিৎসার জন্য তাদের পরিবার খুলনায় নিয়েছেন।
নড়াইল তুলারামপুর হাইওয়ে থানায় কর্মরত পুলিশ সার্জেন্ট ইমরান আলী বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নড়াইল হাসপাতালে পাঠাই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.