পটুয়াখালী প্রতিনিধি
কুয়াকাটা - ঢাকা মহাসড়কের পটুয়াখালীর ফতুল্লায় এলাকায় যাত্রী বাহিবাস ও র্যাবের গাড়ি মুখামুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে একজন র্যাব সদস্য, একজন নারী ও একটি শিশু। আজ শনিবার সকাল ৯ টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
র্যাব জানায় , সকালে র্যাব-৮–এর সদস্যরা স্বজনদের নিয়ে প্রায় ৩০ জন যাত্রীসহ কোস্টার (বরিশাল মেট্রো-ঝ ১১-০০০৬) নিয়ে কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে আটটার দিকে ফতুল্লা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটা–টু–ঢাকা গামী ধানসিঁড়ি পরিবহনের (বরিশাল মেট্রো ব-১১০২০৬) বাসটির সঙ্গে কোস্টারের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় কোস্টারচালক এএসআই আব্দুল আলীম (৩৪), আফরোজা ( ২৮) নামে এক নারী ও পিয়াস নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও নিকটস্থ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে বরিশাল সিএমএইচে (কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল) নেওয়া হয়েছে।
উন্নত চিকিৎসার জন্যেএকটি এয়ার এরাম্বুলেন্সে ঢাকা সিএমএইচে নেয়ার জন্য প্রস্তুত আছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনার পর যান চলাচল স্বাভাবিক হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ ইমতিয়াজ আহমেদ যুগান্তরকে জানান,আজ সকালে এি দুর্ঘটনাটি ঘটেছে খবর পেয়ে সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহত নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও সিএমএইচে ভর্তি আছে।
র্যাব৮ এর কোম্পানি কমান্ডার রাশেদ জানান, র্যাবের ডিএডি ওমরের অবস্থা আশংকাজনক। তাকে বর্তমানে বরিশালের সিএমএইচে আইসিইউতে রাখা হয়েছে। বিভিন্ন পর্যায়ের আহত আরে ১৭ জন সিএমএইচেে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.