Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে হত্যা মামলায় বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

লিয়াকত আলী খান, নোয়াখালী
অক্টোবর ১১, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

লিয়াকত আলী খান, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ইসমাঈল হোসেন তোতাকে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামি করার প্রতিবাদে শনিবার সকালে চরএলাহী বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চরএলাহী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যার ঘটনায় দায়ী থাকার কথা। কিন্তু মামলার মূল মাস্টারমাইন্ড জামায়াত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম, তার অনুসারীরা ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় আসামি করেছেন। তাঁরা অভিযোগ করেন, ফখরুল ইসলাম ৬০ কিলোমিটার দূরের অন্য এক হত্যাকাণ্ডের ঘটনাকে ব্যবহার করে ইসমাঈল তোতার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়েল মাস্টার, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, কোম্পানীগঞ্জ ওলামাদলের সদস্য সচিব মাওলানা আইয়ুব আলীসহ অন্যান্যরা বক্তব্যে দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা সতর্ক করেন, মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে ফখরুল ইসলাম এসব অভিযোগ নাকচ করেছেন।

এতে স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা স্বচ্ছ বিচার ও নিরপরাধের পক্ষে কন্ঠ তুলে বলেন, ইসমাঈল তোতা নির্দোষ এবং তাকে অবিলম্বে মামলাটি থেকে অব্যাহতি দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।