জয়পুরহাট প্রতিনিধি
“সকল যাত্রা হোক নিরাপদ” প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে একটি সচেতনতা মূলক ক্যাম্পেইন শনিবার বেলা ১১টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে সফলভাবে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে জেলা শাখার সভাপতি মোঃ নুর ই আলম, সহ সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহেদ গনী, সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পথচারী ও যানবাহন চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করেন।
এই ক্যাম্পেইনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং নিরাপদ যাত্রার বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়।
নিরাপদ সড়ক চাই’র এই উদ্যোগ জয়পুরহাটে সড়ক নিরাপত্তার প্রতি জনগণের মনোযোগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.