Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক মাধ্যমে করা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করলেন কাজিপুর স্বেচ্ছাসেবকদল নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জুয়েল রানা সামাজিক যোগাযোগ মাধ্যম ও কাজিপুর থানা অফিসে দায়ের করা চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপজেলার সোনামুখীতে সাংবাদিকদের ডেকে তিনি লিখিত বক্তব্য পড়েন। তিনি জানান, “আমি এবং রনি নামের এক ব্যক্তির বিরুদ্ধে উপজেলার গাড়াবেড় গ্রামের ফেরদৌস আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পরে থানায় চাঁদাবাজির অভিযোগ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা।”

জুয়েল রানা বলেন, “প্রকৃত ঘটনা হলো ওই ব্যক্তি আমার নিকট থেকে ব্যবসার কথা বলে দুই লাখ টাকা নিয়েছিলেন। ঘটনার দিন আমি তার নিকট থেকে প্রথমে ষাট হাজার এবং পরে কুড়ি হাজার টাকা মোট আশি হাজার টাকা গ্রহণ করেছি। বাকি টাকা তিনি পরে দেবেন বলে জানিয়েছেন। কিন্তু পরে জানতে পারি, তিনি আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছেন।”

তিনি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। এসময় রনির পিতা শহিদ শিকদারও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।