সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে শনিবার (১১ অক্টোবর) দুপুরে গোসল করতে গিয়ে একই সঙ্গে তিন কন্যা শিশুর করুণ মৃত্যু ঘটে। স্থানীয় খালের পানিতে ডুবে শিশুগুলোর মৃত্যু সংবাদে পুরো এলাকা শোকের ছায়ায় ছেয়ে গেছে।
নিহত শিশুরা হলেন- চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) এবং মোঃ তরীকুলের মেয়ে তানহা (৯)।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে গোসল করতে তিন শিশু বাড়ি থেকে বের হয়। দুপুর ২টার দিকে তারা বাড়ির পাশে অবস্থিত খালে গোসল করতে নামে। ওই সময়ে খালে তীব্র স্রোত ও গভীরতা ছিল অনেক বেশি। একপর্যায়ে তারা একে একে পানিতে ডুবে যায়। পাশের পাট ধোয়ার কাজে ব্যস্ত থাকা কয়েকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত খালে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে তিন শিশুকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আসাদুর রহমান তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শিশুরা সাঁতার জানলেও খালের তীব্র স্রোত এবং গভীরতার কারণে তারা পানিতে তলিয়ে যায় এবং রক্ষা পাওয়া সম্ভব হয়নি।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, খালের পানির গভীরতা বেশি থাকায় শিশুরা সেখান থেকে উঠতে পারেনি। মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.