চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দল চন্দনাইশ পৌরসভার নগর সমন্বয় দলের সাথে বিশেষ মতবিনিময় করেন, মতবিনিময় শেষে দরিদ্র জনগোষ্ঠীর সাথে উঠান বৈঠক ও প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে পৌরসভার হলরুমে মতবিনিময় ও শেষে প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডিবির মিশন লিডার য তু, কো মিশন লিডার আই ভি, আই ইউ জি আইপি প্রকল্প পরিচালক তোফায়েল আহমদ, ডেপুটি পরিচালক নাসির উদ্দীন, ফজলুল হক, সিনিয়র নির্বাহী প্রকৌশলী আহসান আলী প্রমুখ।
সভায় প্রজেক্টরের মাধ্যমে বিগত সালের কর্মকাণ্ড দেখানো হয়। এডিবির প্রতিনিধি দল পৌর প্রশাসকের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে নতুন ভাবে সত্তর কোটি টাকা ঋণ দেয়ার কথা ঘোষণা করেন। নগর সমন্বয় কমিটি অতীতের মত পৌরসভার কর্মকাণ্ডে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে থাকার পরামর্শ দেন। পৌরসভা কতৃক দরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলাকে প্রশংসনীয় বলে জানান।
সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, নগর সমন্বয় কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।