Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে এডিবির মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন

চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দল চন্দনাইশ পৌরসভার নগর সমন্বয় দলের সাথে বিশেষ মতবিনিময় করেন, মতবিনিময় শেষে দরিদ্র জনগোষ্ঠীর সাথে উঠান বৈঠক ও প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।

শনিবার (১১ অক্টোবর) সকালে পৌরসভার হলরুমে মতবিনিময় ও শেষে প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডিবির মিশন লিডার য তু, কো মিশন লিডার আই ভি, আই ইউ জি আইপি প্রকল্প পরিচালক তোফায়েল আহমদ, ডেপুটি পরিচালক নাসির উদ্দীন, ফজলুল হক, সিনিয়র নির্বাহী প্রকৌশলী আহসান আলী প্রমুখ।

সভায় প্রজেক্টরের মাধ্যমে বিগত সালের কর্মকাণ্ড দেখানো হয়। এডিবির প্রতিনিধি দল পৌর প্রশাসকের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে নতুন ভাবে সত্তর কোটি টাকা ঋণ দেয়ার কথা ঘোষণা করেন। নগর সমন্বয় কমিটি অতীতের মত পৌরসভার কর্মকাণ্ডে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে থাকার পরামর্শ দেন। পৌরসভা কতৃক দরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলাকে প্রশংসনীয় বলে জানান।

সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, নগর সমন্বয় কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।