গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক ও এনটিভি এবং আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) যোহরের নামাজ শেষে গোপালগঞ্জ আলীয়া মাদ্রাসা মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তার মা-বাবার কবরের পাশে মরদেহ দাফন করা হয়।
এর আগে সকাল ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের নিজ বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সহকর্মী, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
দাফন শেষে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এবং গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে মরহুমের কবরের পাশে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন গুণী সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসুন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল সাহা, রিপোর্টার্স ফোরামের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল কবীরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, মাহবুব হোসেন সারমাত (৫৪) শুক্রবার বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দশ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার পিতা এসকেন্দার আলী সরদার গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।
সাংবাদিক সারমাতের মৃত্যুতে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, রিপোর্টার্স ফোরাম, স্থানীয় সাংবাদিক সমাজসহ বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।
প্রসঙ্গত, মাহবুব হোসেন সারমাত তিন দশকেরও বেশি সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করে আসছিলেন। দৈনিক দিনকাল পত্রিকায় সাংবাদিকতা শুরু করে পরে আমার দেশ ও এনটিভিতে দীর্ঘদিন স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। সাংবাদিকতা জীবনে তিনি গোপালগঞ্জে একজন শ্রদ্ধাভাজন ও পরিচিত মুখ ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.