দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সচেতন নাগরিক হিসেবে আপনার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন (বিজেপিএস) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান আলোচক ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
সেমিনারে বিশেষ আলোচক ছিলেন, কুষ্টিয়া দুদকের পাবলিক প্রসিকিউটর এ্যাড. মো. আব্দুল মান্নাফ, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, পেশজীবী নেতা মো. সানাউল্লাহ সেন্টু মাষ্টার ও দৌলতপুর ইঞ্জিনিয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. হারুন অর রশিদ। সভাপতিত্ব করেন অধ্যাপক মো. মাহবুবুর রহমান লস্কর।
প্রধান আলোচক আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা গণতন্ত্র, নাগরিক অধিকার এবং আগামী নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রতিটি নাগরিককে তাদের ভোটাধিকার প্রয়োগে সচেতন ও নির্ভীক হতে হবে। সেমিনারে দৌলতপুরে বিভিন্ন পেশায় নিয়োজিত জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।