উত্তম শর্মা,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ঘোষপাড়ায় শুক্রবার দিবাগত রাতে খামারি অংকুর কুমার ঘোষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, রাত আনুমানিক দুইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অংকুর কুমার ঘোষ জানান, “শুক্রবার রাত দশটার দিকে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। পরে রাত প্রায় দুইটায় প্রচণ্ড চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি খরের ঘরে আগুন লেগেছে। প্রতিবেশীরা চেচামেচি করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।”
তিনি আরও বলেন, “আমি একজন লাইসেন্সপ্রাপ্ত খামারি উদ্যোক্তা। খামারের জন্য এক বছরের খর মজুদ রাখি। কে বা কারা গভীর রাতে আমার ঘরে আগুন লাগিয়েছে—এর ফলে প্রায় তিন লাখ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনার ব্যপারে প্রশাসনের কাছে বিচার চাই এবং দোষীদের শাস্তি দাবি করি।”
স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত প্রতিক্রিয়ায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান , ঘোষপাড়ায় আগুন লাগছে, এ বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু জানিনা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী দায়ীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।