রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম স্বাধীন আহমেদ। স্বাধীন সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশে খেলার মাঠে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন কাজলা গেট হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছিলেন। জুবেরী ভবনের আগে শেখ রাসেল মডেল স্কুলের পাশে পৌঁছালে দুই-তিনজন অজ্ঞাত যুবক তাঁর পথরোধ করে। কথা বলার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তাঁর থুতনি ও বাঁ হাতে আঘাত লাগে। বাঁ হাতে গভীর ক্ষত হওয়ায় সেলাই দিতে হয়।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত স্বাধীনকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রুয়েটের শিক্ষক ও কর্মকর্তারাও হাসপাতালে ছুটে যান।
রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, ঘটনাস্থল রাবি এলাকায় হওয়ায় প্রক্টর অফিসকে জানানো হয়েছে। তারা অপরাধীদের শনাক্তে সহযোগিতা করছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং রুয়েট প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা হলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.