রাজশাহী প্রতিনিধি
বঞ্চনা নয়, চাই মর্যাদা, এই শ্লোগানকে সামনে রেখে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১অক্টোবর )সকাল ১০ টায় নগরীর জিরো পয়েন্ট উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় । বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক কামরুল আহসান এর সভাপতিত্বে, বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সমাবেশে তিনি বলেন আমাদের দাবি একটাই সকল বৈষম্য দূর করতে হবে।
জুলাই বিপ্লবের পরে শিক্ষক দের দাবি ছিল সকল ক্ষেত্রে বৈষম্য দূর করা হবে কিন্তু আমরা দেখলাম আমাদের ন্যায্য দাবি তারা মেনে নিতে রাজি নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ গোটা বিশ্বে শিক্ষকদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা কেন শিক্ষকের সুযোগ সুবিধা দিতে পারব না।
তিনি আরও বলেন মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে শিক্ষক দের অপমান করা হয়েছে। অথচ শিক্ষক দের দাবি ছিল ১০০ % বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে যেই বৈষম্য রয়েছে তা দূর করতে হবে। প্রতিষ্ঠানে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে ।
বিক্ষোভ সমাবেশে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. কামরুল আহসান, সেক্রেটারি প্রফেসর ড. কুদ্দুসুর রহমান, আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম সেক্রেটারি তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মোঃ মাহবুব হোসেন, আদর্শ কিন্ডারগার্ডেন পরিষদের সভাপতি রিপন, শিক্ষক পরিষদ রাবি শাখার সভাপতি প্রফেসর ড. সকিলুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.