Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন, যুবকের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি 
অক্টোবর ১১, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার সালিথা গ্রামে নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিয়েছেন রাজু ফকির নামে এক যুবক। শনিবার (১১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত রাজু ফকির ওই গ্রামের আজগার ফকিরের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই পরিবারের সদস্যদের কাছে নেশার টাকা দাবি করতেন। শনিবার পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের আসবাবপত্রসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

 

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজু ফকিরকে দণ্ডবিধির আওতায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

 

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা জানান, রাজু ফকির দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। পরিবার ও প্রতিবেশীরা একাধিকবার তাকে নেশামুক্ত করার চেষ্টা করলেও তিনি কখনোই সেদিকে মনোযোগ দেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।