Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে ৪নং ওয়ার্ড মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ৪নং ওয়ার্ড (৪র্থ) মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে পৌর এলাকার পূর্ব ছনকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে ৪নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদা মিয়া ধলাই।

 

ফাইনাল খেলায় অংশ নেয় সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ও পৌর ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব পৌর ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জেতে।

 

পরে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে গরু ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ফ্রিজ তুলে দেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল প্রমুখ।

 

৪নং ওয়ার্ডের যুবসমাজের পক্ষ থেকে খেলার উদ্যোক্তা ছিলেন ফরিদুল হক লিটন, সোহেল মন্ডল, হামিদুর রহমান হামিদ, রবিউল ইসলাম, আব্দুল হাই ও শাহীন মিয়া।

 

খেলা উপভোগ করতে মাঠে কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।