ফরিদপুর প্রতিনিধি
“বিপর্যয় কিংবা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা যেন পাওয়া যায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালি বের হয়ে সিভিল সার্জনের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কলেজ ভবনের তৃতীয় তলার হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মনোয়ার আহমেদ তরফদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ, এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. দিপ্তী রানী সাহা।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. মো. ফাহাদ বিন আলাউদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং বিপর্যয়কালীন মানসিক সেবা প্রাপ্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এছাড়া আলোচনায় অংশ নেন প্রফেসর শেখ আব্দুস সামাদ, অধ্যাপক ডা. দিপ্তী রানী সাহা, ডা. মো. ফাহাদ বিন আলাউদ্দিন এবং আল ইবনুল আহসাব অন্তর।
অনুষ্ঠানে ফরিদপুর ডায়াবেটিক সমিতি, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.