মাসুদ রানা, চাঁদপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করাসহ পাঁচ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, গণফোরাম, এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা, সুবিধা ও চ্যালেঞ্জ তুলে ধরে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের শুরা সদস্য ও জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, গণফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মাকছুদুর রহমান, ইসলামিক লয়ার্স কাউন্সিল জেলা সভাপতি অ্যাডভোকেট নঈমুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, গণ অধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ও এনসিপির জেলা সমন্বয়ক মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তব্যে মাওলানা বিলাল হোসেন মিয়াজী বলেন, “পিআর পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্য, প্রার্থীদের মধ্যে বিরোধ ও রাজনৈতিক হানাহানি বন্ধ হবে। কারণ তখন ব্যক্তি নয়, দল ও প্রতীকের ভিত্তিতে ভোট হবে। এতে যোগ্য নেতৃত্ব উঠে আসবে এবং সংসদে রাজনৈতিক বাকযুদ্ধ হবে—রাজপথে সংঘাত নয়।”
তিনি আরও বলেন, “সংসদ সদস্যদের কাজ হচ্ছে আইন প্রণয়ন, উন্নয়ন কাজ নয়। স্থানীয় সরকারের প্রতিনিধিদেরই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা উচিত। পিআর পদ্ধতি চালু হলে এই ভারসাম্য ফিরে আসবে।”
সভায় অন্যান্য বক্তারা বলেন, বিশ্বের অনেক দেশে এই ব্যবস্থা চালু আছে এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কারেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে বাস্তবায়নের আগে বিস্তারিত মতামত ও গণআলোচনার প্রয়োজন রয়েছে, যাতে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত না হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান এবং সঞ্চালনা করেন সহ-সেক্রেটারি মো. সবুজ খান। সভায় আরও বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অধ্যাপক আবদুল্লাহ হিল বাকী, সাংবাদিক গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, মাহবুবুর রহমান সুমন, আবদুল আউয়াল রুবেল, এবং আইনজীবী সালেহ আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.