রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি:
আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খুলনার তেরখাদা উপজেলার বলর্ধনা হাই স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি। শনিবার (১১ অক্টোবর) শরীফ শাহ কামাল তাজ নির্বাচনী প্রচার সমন্বয় কমিটির আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেন তেরখাদা, রূপসা ও দিঘলিয়ার বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণমানুষ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. এস এম মকিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তেরখাদা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ কামরান হাসান এবং প্রধান বক্তা ছিলেন সাবেক রূপসা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুর রহমান।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা। জনগণের অধিকার, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা এতে নিহিত। তারা আরও বলেন, শরীফ শাহ কামাল তাজ দীর্ঘদিন ধরে তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করা, মানুষের পাশে দাঁড়ানো এবং রাজনৈতিক আদর্শের পথে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে তেরখাদা, রূপসা ও দিঘলিয়ায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়েছে।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সোহেল রানা, রফিকুল ইসলাম, মো. হিরো শিকদার, মো. আজিজুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি মো. লাবু ইসলাম, সিকদার হাবিবুর রহমান, গোলাম রসুল শিকদার, মো. রাজু চৌধুরী, মো. মাসুম বিল্লাহ, মো. ইউসুফ হাওলাদার, আবুল বশার, মো. রবিউল ইসলাম, সাদ্দাম শেখ, মো. মোস্তাক, মো. দিদার আলী, মোল্যা শফিক হোসেন ও মো. আব্দুল্লাহ শেখসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, রাজনীতির মূল লক্ষ্য শুধু ক্ষমতা অর্জন নয়, জনগণের সেবা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। তারেক রহমানের কর্মসূচির প্রতিটি ধাপে সেই লক্ষ্যই প্রতিফলিত হয়েছে। শরীফ শাহ কামাল তাজের নেতৃত্বে এ কর্মসূচির বাস্তবায়ন হলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।
আলোচনার শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সবুজে ভরা ভবিষ্যতের অঙ্গীকার এবং সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে অংশগ্রহণকারীরা একে অপরের হাতে চারাগাছ তুলে দেন। কর্মসূচি শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সমাজ ও পরিবেশ সচেতনতার এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.