হাসান শাহারিয়ার পল্লব পত্নীতল(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় নজিপুর প্রত্যয় ভিলায় অনুষ্ঠিত হয়েছে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত মাসিক সাহিত্য আড্ডার আসর।
গতকাল শনিবার (১১অক্টোবর)শরৎ সন্ধ্যায় দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিক ও সাহিত্য প্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আড্ডা।সংগঠনের সভাপতি অধ্যাপক ড.আবুল হায়াত ইসমাইল সভাপতিত্বে ও আহম্মদ হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও কথাসাহিত্যিকগণ।
স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি অনিমা দেবনাথ,ইব্রাহিম মাসুদ,মারিয়া নূর, মো.আশরাফুল ইসলাম,মো.সানাউল হোসাইন,ও মো.গুলজার রহমান প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বদেশ মন্ডল,কবি অনিমা দেবনাথ,কবি ও গীতিকার এস.এম আব্দুর রউফ ও আবু হেনা,প্রবন্ধ পাঠ করেন কবি মাহবুব হেলাল।
নওগাঁর বিশিষ্ট কবি মো.তালাত হোসেন এর সাহিত্য প্রতিভা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ ড.মো.আইয়ুব আলী।