Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে ঘর দখল ও মিথ্যা মামলার অভিযোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রী কর্তৃক ঘর দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন বড় ভাই মোঃ ইশারত হোসেন। শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে তিনি আলফাডাঙ্গা থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগসূত্রে জানা যায়, পৌর এলাকার মিঠাপুর গ্রামের মৃত মোকসেদ মোল্যার ছেলে ইশারত হোসেন (৪০) অভিযোগে উল্লেখ করেন, তার ছোট ভাই জামির হোসেন বিদেশে কর্মরত থাকায় জামিরের স্ত্রী মোছাঃ আনজুয়ারা বেগম তার (ইশারতের) ঘর দখল করে বসবাস করছেন।

 

ইশারত হোসেনের দাবি, বারবার অনুরোধ করার পরও আনজুয়ারা বেগম ঘর ছাড়তে রাজি হননি। বরং তার আচরণে অতিষ্ঠ হয়ে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে বর্তমানে আলফাডাঙ্গা বাজারে ভাড়া বাসায় বসবাস করছেন।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আনজুয়ারা বেগম পূর্বেও একাধিক মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করেছেন, যা পরবর্তীতে তদন্তে ভিত্তিহীন প্রমাণিত হয়। সর্বশেষ ১০ অক্টোবর বিকেল ৪টার দিকে তিনি মিঠাপুর চৌরাস্তায় অবস্থান করছিলেন বলে দাবি করেন ইশারত হোসেন। এ সময়ের সিসিটিভি ফুটেজও তার কাছে রয়েছে বলে তিনি জানান।

 

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আনজুয়ারা বেগম নতুন করে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে আবারও মিথ্যা মামলা করতে পারেন। আমি প্রশাসনের ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

 

ঘটনার বিষয়ে আনজুয়ারা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় একাধিক ব্যক্তি বিষয়টিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

 

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উভয় পক্ষের বক্তব্য গ্রহণের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।