আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রী কর্তৃক ঘর দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন বড় ভাই মোঃ ইশারত হোসেন। শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে তিনি আলফাডাঙ্গা থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা যায়, পৌর এলাকার মিঠাপুর গ্রামের মৃত মোকসেদ মোল্যার ছেলে ইশারত হোসেন (৪০) অভিযোগে উল্লেখ করেন, তার ছোট ভাই জামির হোসেন বিদেশে কর্মরত থাকায় জামিরের স্ত্রী মোছাঃ আনজুয়ারা বেগম তার (ইশারতের) ঘর দখল করে বসবাস করছেন।
ইশারত হোসেনের দাবি, বারবার অনুরোধ করার পরও আনজুয়ারা বেগম ঘর ছাড়তে রাজি হননি। বরং তার আচরণে অতিষ্ঠ হয়ে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে বর্তমানে আলফাডাঙ্গা বাজারে ভাড়া বাসায় বসবাস করছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আনজুয়ারা বেগম পূর্বেও একাধিক মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করেছেন, যা পরবর্তীতে তদন্তে ভিত্তিহীন প্রমাণিত হয়। সর্বশেষ ১০ অক্টোবর বিকেল ৪টার দিকে তিনি মিঠাপুর চৌরাস্তায় অবস্থান করছিলেন বলে দাবি করেন ইশারত হোসেন। এ সময়ের সিসিটিভি ফুটেজও তার কাছে রয়েছে বলে তিনি জানান।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আনজুয়ারা বেগম নতুন করে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে আবারও মিথ্যা মামলা করতে পারেন। আমি প্রশাসনের ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
ঘটনার বিষয়ে আনজুয়ারা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় একাধিক ব্যক্তি বিষয়টিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উভয় পক্ষের বক্তব্য গ্রহণের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.