স্টাফ রিপোর্টার চিতলমারী:
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ পরিচয়হীন এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নালুয়া বাজারের একটি ড্রেনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতা মর্গে পাঠানো হয়েছে।
চিতলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মাহাতাবুজ্জামান জানান, মৃত বৃদ্ধ মানসিক প্রতিবন্ধি ছিলেন। এবং নালুয়া বাজারে ঘুরাঘুরি করতেন।
এ ব্যাপারে চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পরিচয়হীন একটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।