Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর) রাতের কোনো এক সময় উপজেলার কুসুম্বি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদের ছেলের বৌভাতের অনুষ্ঠান শেষে পরিবারের সবাই রাতে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, গভীর রাতে বা ভোরের দিকে দুর্বৃত্তরা বাড়িতে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। পরে তারা বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গহনা, কাপড় ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

 

পরদিন সকালে পরিবারের কোনো সদস্যের সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহবশত বাড়িতে প্রবেশ করে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

 

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, রাতে টহল ব্যবস্থা জোরদার না থাকায় এমন ঘটনা বেড়ে যাচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।