সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর) রাতের কোনো এক সময় উপজেলার কুসুম্বি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদের ছেলের বৌভাতের অনুষ্ঠান শেষে পরিবারের সবাই রাতে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, গভীর রাতে বা ভোরের দিকে দুর্বৃত্তরা বাড়িতে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। পরে তারা বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গহনা, কাপড় ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
পরদিন সকালে পরিবারের কোনো সদস্যের সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহবশত বাড়িতে প্রবেশ করে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, রাতে টহল ব্যবস্থা জোরদার না থাকায় এমন ঘটনা বেড়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.