Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন,তাড়াইল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১অক্টোবর’২৫)সকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১ হাজার ১১৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি। ভোট গণনা শেষে রাত ৯ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইকবাল হাসান(খেজুর গাছ) পেয়েছেন ৩৪৭ ভোট,
সাধারণ সম্পাদক পদে বিজয়ী নজরুল ইসলাম(হরিণ) পেয়েছেন ৬৭১ভোট।অন্যান্য বিজয়ীরা হলেন সহ-সভাপতি ভূবন চন্দ্র সূত্রধর (দোয়াত-কলম ) – ৫৬৫ ভোট,সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া (রিকশা) – ৫০৮ ভোট,কোষাধক্ষ্য রফিকুল ইসলাম (ফুটবল) – ৫৬১ ভোট,সমাজ কল্যাণ সম্পাদক রাসেল মিয়া (মোমবাতি ) – ৪২২ ভোট।
প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.পপি খাতুন। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক এই নির্বাচনে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন ।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শেষ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।