তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন,তাড়াইল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১অক্টোবর’২৫)সকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১ হাজার ১১৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি। ভোট গণনা শেষে রাত ৯ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইকবাল হাসান(খেজুর গাছ) পেয়েছেন ৩৪৭ ভোট,
সাধারণ সম্পাদক পদে বিজয়ী নজরুল ইসলাম(হরিণ) পেয়েছেন ৬৭১ভোট।অন্যান্য বিজয়ীরা হলেন সহ-সভাপতি ভূবন চন্দ্র সূত্রধর (দোয়াত-কলম ) – ৫৬৫ ভোট,সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া (রিকশা) – ৫০৮ ভোট,কোষাধক্ষ্য রফিকুল ইসলাম (ফুটবল) – ৫৬১ ভোট,সমাজ কল্যাণ সম্পাদক রাসেল মিয়া (মোমবাতি ) – ৪২২ ভোট।
প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.পপি খাতুন। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক এই নির্বাচনে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখে তিনি মুগ্ধ হন ।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শেষ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।