দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এই দণ্ডাদেশ দেন।
পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, রবিবার ভোর ৬টার দিকে দুমকি উপজেলার পাতাবুনিয়া ও পান্ডব নদীর মোহনায় অভিযান চালায় মৎস্য বিভাগের একটি বিশেষ টিম। এ সময় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারেন্ট জাল ব্যবহার করে মা-ইলিশ শিকার করার সময় দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন কলসকাঠি ইউনিয়নের নারাঙ্গল গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩২) এবং একই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (২৪)।
অভিযানকালে জেলেদের ব্যবহৃত একটি নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে জব্দকৃত নৌকাটি ভেঙ্গে ফেলা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটককৃত দুজনকে রবিবার সকালেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত উভয়কে এক মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের বর্তমানে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.