নাজিম বকাউল, ফরিদপুর
সারা দেশের ন্যায় ফরিদপুরেও শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকা ক্যাম্পেইন।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির মধ্য দিয়ে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুষ্মিতা সাহা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন।
কর্মসূচির আওতায় ফরিদপুর জেলার ৯টি উপজেলায় মোট ৫ লাখ ২৭ হাজার ৯৮৮ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টাইফয়েড জ্বর এবং এর মারাত্মক প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে এই টিকা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমকে সফল করতে সহযোগিতা করার জন্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.