Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় টাইফয়েড প্রতিরোধে ভ্যাক্সিনেশন ক্যাম্পের উদ্বোধন 

Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি

টাইফয়েড প্রতিরোধে টিসিভি (Typhoid Conjugate Vaccine) ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন হয়েছে।রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরার আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা: আব্দুস সালাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশন আরা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা শিক্ষা অফিসার মাওলানা আবুল খায়ের, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মেহেদী হাসান, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিয়ারাজ হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বারী, ডব্লিউএইচও প্রতিনিধি ডা: রাশেদ উদ্দিন মৃধা, মেডিকেল অফিসার ডা: ইশরাত জাহান সুমনা, ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকি, সদর উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শেখ মহিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় আজ থেকে ৯ মাস থেকে ১৫ বছর (নবম শ্রেণি পর্যন্ত) বয়সী শিশু ও কিশোরদের টিসিভি টিকা প্রদান করা হবে।

এই ক্যাম্পেইনের আওতায় জেলাজুড়ে ৫ লক্ষের অধিক শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়েছিলো। যার মধ্যে ৭ হাজার মানুষের মৃত্যু হয়। আর এর অধিকাংশ শিশু।

টাইফয়েড প্রতিরোধে সরকার দেশব্যাপী ইপিআই কর্মসূচির আওতায় ৫ কোটির উপরে বিনামূল্যে এই টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: মাহবুবর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।