নাজিম বকাউল, ফরিদপুর
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাবি বাস্তবায়নের মধ্যে অন্যতম ছিল ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে আগামি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন।
কর্মসূচির অংশ হিসেবে শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. ইমতিয়াজ উদ্দিন আহমেদ, নায়েবে আমির মো. আবু হারিচ মোল্লা, সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব আলী, সদর উপজেলা সেক্রেটারি মো. জসিম উদ্দিন এবং পৌর আমির ড. এহসানুল মাহবুব রুবেল। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে:
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও সে বিষয়ে গণভোট আয়োজন,
২. উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু,
৩. সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি,
৪. বর্তমান সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং
৫. জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
তাদের মতে, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের পথ সুগম হবে এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.