Nabadhara
ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Bayzid Saad
আগস্ট ১১, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে প্রকাশ বিশ্বাস (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার জয়ডিহি খালের মাথা এলাকায় বৃষ্টির মধ্যে মৎস্য ঘেরে কাজ করার সময় এ ঘটনা ঘটে। প্রকাশ বিশ্বাস মুণিজিলিা গ্রামের বিনয় বিশ্বাসের পুত্র।

সংশ্লিষ্ট কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম জানান, সকালের আবহাওয়া ভালো থাকায় মৎস্য ঘেরে কাজ করতে যায় প্রকাশ বিশ্বাস ও তাঁর স্ত্রী। দুপুরের দিকে মেঘ ও বৃষ্টি হলেও তিনি কাজ করছিলেন। এসময় তাঁর স্ত্রী ঘেরের ঘরে আশ্রয় নেন। এরপর বজ্রপাতের শিকার হলে বিষয়টি বাড়িতে ফোন করে জানায় তাঁর স্ত্রী। ফোন পেয়ে বাড়ির লোকজনসহ স্থানীয়রা গিয়ে ওই ঘের থেকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় প্রকাশ বিশ্বাসকে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা/মৃত্যু এড়াতে মেঘ-বৃষ্টি কালে প্রত্যেক’কে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।