দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সারাদেশের ন্যায় সরকারি ব্যবস্থাপনায় শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর অংশ হিসেবে পটুয়াখালীর দুমকি উপজেলায় টিকা গ্রহণ করে সাময়িক অস্বস্তি বোধ করেছে কয়েকজন শিক্ষার্থী। আজ রবিবার (১২ অক্টোবর) উপজেলার ১৩নং আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচি চলাকালে ঘটনাটি ঘটে।
জানা যায়, টিকা গ্রহণের পরপরই বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। অসুস্থদের মধ্যে সিয়াম সিকদার নামে এক শিক্ষার্থীকে দ্রত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া, আরও তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও নেওয়া হয়েছিল। তবে চিকিৎসা শেষে এই চারজন শিক্ষার্থীই ইতোমধ্যে বাড়ি ফিরে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, "প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোনো শিক্ষার্থী অসুস্থ হয়নি। তবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কয়েকজন টিকা নেওয়ার পর অসুস্থ বোধ করেছে। আমার ধারণা, তাদের মধ্যে কয়েকজন খালি পেটে টিকা নেওয়ায় এমনটা হয়েছে।
এ বিষয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন নিশ্চিত করেছেন যে, শিক্ষার্থীদের শারীরিক জটিলতা মারাত্মক নয়। তিনি জানান, "শিক্ষার্থীরা ভয় পেয়ে সামান্য অস্বস্তি বোধ করেছে, তবে কারও শারীরিক জটিলতা হয়নি। আমি নিজে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছি। এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এটি শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি অভিভাবক মহলে আতঙ্কিত না হয়ে নিশ্চিন্তে সন্তানদের টিকা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.