জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসনের লক্ষ্যে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
লিলেয়ানা ফন্ডস, নেদারল্যান্ডসের অর্থায়নে, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৫০ জন প্রতিবন্ধী শিশু ও যুব অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক গোপাল কুমার মন্ডল, সাংবাদিক জি এম মুজিবুর রহমান ও এনজিও কর্মী সুব্রত বাছাড় প্রমুখ।
জাতীয় প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এস. এম. হাবিবুর রহমান ক্যাম্পে উপস্থিতদের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করে উপযুক্ত পুনর্বাসন ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
আয়োজক সূত্রে জানা যায়, আশাশুনি সদর ইউনিয়নে আরও ৩টি এবং শোভনালী ও বুধহাটা ইউনিয়নে মোট ১২টি স্ক্রিনিং ক্যাম্প পরিচালিত হবে, যেখানে প্রায় ৬০০ জন প্রতিবন্ধী শিশু ও যুবকে চিকিৎসা ও থেরাপি সেবা দেওয়া হবে।
সুব্রত বাছাড় বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে উপজেলার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সঠিক চিকিৎসা, থেরাপি এবং সমাজে অন্তর্ভুক্তির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.