সিরাজগঞ্জ প্রতিনিধি
সারা দেশের মতো সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাতেও টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৮৯ হাজার ১৩৮ জন শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েডের টিকা দেওয়া হবে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাঈমা জাহান সুমাইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, ওসি (তদন্ত) আবু সাঈদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সাঈদ প্রমুখ।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্কুল ও মাদ্রাসায় ৩০ অক্টোবর পর্যন্ত এক ডোজ করে টিকা দেওয়া হবে। পরবর্তীতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে।
মোট ৬৪৯টি টিকাদান কেন্দ্রে এ কর্মসূচি পরিচালিত হবে, যার মাধ্যমে প্রায় ৮৮ হাজার ৮০৯ জন শিশু ও কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রাসেল জানান, “জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে। এই টিকা টাইফয়েড প্রতিরোধে অত্যন্ত কার্যকর।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.