হুসাইন আহমদ কবির, মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের খাগড়াডাঙ্গা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম।
সরেজমিনে জানা যায়, উপজেলার হরিনা হাটি গ্রামের মৃত্যু মোঃ উজির মিয়ার ছেলে মো, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে বহুগ্রাম ইউনিয়নের খাগড়াডাঙ্গা ব্রিজ সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে ডেজোর দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এ খবর স্থানীয় সূত্রে জানতে পেরে, সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মো, মিজানুর রহমান কে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং পাইপ সহ ড্রেজার মেশিন অপসরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।