স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৯ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সংঘর্ষের সঙ্গে জড়িত ৬ জনকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসীর বরাতে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ছোটপোল কারিকরপাড়া গ্রামে কয়েকজন যুবকের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ইটের আঘাতে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নয়াব আলী শেখ আহত হন।
আহতরা হলেন— হায়াত আলী মীর (৫০), হাবিবুর রহমান (৩২), ছাইফুল কাজী (৫৫), মোঃ পান্না মোল্লা (৬৫), শহিদুল ইসলাম (৫৫), এবং অপর পক্ষের শহিন ফকির (৩০), বেদার শিকদার (৫৫), শিরাজ শিকদার (৪৫)।
চিতলমারী থানার উপপরিদর্শক দেবাকর জানান, “পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.