Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ রক্ষায় শরীফ শাহ কামালের তেরখাদায় বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ

খুলনা প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার তেরখাদা উপজেলায় বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজের উদ্যোগে স্থানীয় নেতাকর্মীরা গাজীপুর দারুস সুন্নাহ সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং আড়কান্দি জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপণ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় নানা প্রজাতির চারাগাছ।

কর্মসূচিতে অংশ নেন ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মানজুর আহসান দারু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল সভাপতি মো. লাবু ইসলাম, গাজীপুর দারুস সুন্নাহ সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মুকুল মোল্লা, শেখ মোরাদ আলী, আ. ওহাব, ফেরদৌস ফরাজি, শেখ মুক্তার হোসেন, উজ্জ্বল শেখ, মিলু শেখ, আ. গনি, দ্বারা শেখ, সাদ্দাম, জহির, দীন ইসলাম শেখ, আনোয়ার শিকদার ও আক্তার শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আজ প্রকৃতি মারাত্মকভাবে বিপর্যস্ত। বৃক্ষনিধন এর অন্যতম বড় কারণ। ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও সবুজ পৃথিবী উপহার দিতে হলে এখনই সময় সবাইকে একসঙ্গে কাজ করার। তারা আরও বলেন, সচেতনতা তৈরি করে সমাজের প্রতিটি মানুষ যদি পরিবেশ রক্ষায় অংশ নেয়, তাহলে অচিরেই বাংলাদেশকে একটি সবুজ ও বাসযোগ্য রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব।

বক্তারা বিশ্বাস প্রকাশ করেন, শরীফ শাহ কামাল তাজের এ উদ্যোগ শুধু বৃক্ষরোপণ কর্মসূচিতেই সীমাবদ্ধ নয়—এটি পরিবেশ সচেতনতার নতুন এক আন্দোলনের সূচনা। এই উদ্যোগের মাধ্যমে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পথে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি আরও দৃঢ় হলো।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে, যাতে তেরখাদা উপজেলাকে একটি সবুজ ও পরিবেশবান্ধব অঞ্চলে পরিণত করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।