Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের চন্দনাইশে হয়রানির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ গাছবাড়ীয়া পালপাড়া, দেয়াং পাড়া, মতির বাড়ি ও বুলার তালুক এলাকায় গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ না থাকায় প্রতিবাদ স্বরূপ পল্লী বিদ্যুৎ চন্দনাইশের ডিজিএম মোঃ ফখরুদ্দিন এর পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১২ অক্টোবর) দুপুরে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় পল্লী বিদ্যুৎ চন্দনাইশ জোনাল অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান, গ্রাহক পরিমল মাষ্টারের ঘরের ছাদের সাথে তার জড়ানোর কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ৫ দিন অতিবাহিত হলেও বিদ্যুৎ না পেয়ে গ্রাহকেরা মানব বন্ধন করেন।

এর আগে গত জুলাই মাসে চন্দনাইশ জোনাল অফিসে মোট কর্মরত ৮৫ জন কর্মকর্তা কর্মচারী ডিজিএম এর অপসারণ চেয়ে চট্টগ্রাম পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজারের কাছে ১৬ টি অভিযোগ সহ লিখিত আবেদন করেন। কর্মকর্তা- কর্মচারীদের দাবি আদায় না হওয়ায় মানব বন্ধন, কর্মবিরতি সহ বিভিন্ন ধরনের আন্দোলন করেন।

আজকের মানব বন্ধনে এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ পৌরসভার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা হয়রানি ও বাড়তি টাকা আদায়ের চেষ্টার প্রতিবাদে ডিজিএম এর অপসারণের দাবি জানান।

ডিজিএম মোঃ ফখরুদ্দিন জানান, গ্রাহক পরিমল মাষ্টার তাঁর ছাদের সাথে বিদ্যুতের তার ঢালাই করে দেয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। বিদ্যুতের তার ও খুটি স্থানান্তর করতে নিয়ম অনুযায়ী টাকা জমা দেয়ার কথা বলেছি। স্থানান্তরের আগে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব নয় বলেও জানান।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র নাথ চৌধুরীর মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।