ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সাধারণ জনগণের উদ্যোগে শহরে ডিসি অফিস সামনে থেকে লঞ্চঘাট পর্যন্ত বিভিন্ন শ্রেণীর মানুষ এবং ব্যবসায়ীদের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন কেন্দ্রীয় বিএনপি'র বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি ২ আসনে মনোনয়ন প্রত্যাশী মাহাবুবুল হক নান্নু ।
রবিবার ১২ অক্টোবার বিকাল ৪টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম চলে।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক এলিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এনামুল হক সাজু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ,
ঝালকাঠি জেলা যুবদলের সদস্য
মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মোঃ রুবেল ফকির,
ঝালকাঠি শহর ছাত্রদলের সদস্য সচিব সুমন মন্ডলসহ আরো অনেকে।
ঝালকাঠি জেলা, উপজেলা, ইউনিয়ন, শহর কমিটির বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
তৃণমুল পর্যায়ে জনসাধারণের দোরগোড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গণসংযোগ কালে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মাহাবুবুল হক নান্নু ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে আধুনিক বাংলাদেশ বিনির্মানে এটি একটি কার্যকর এবং জনগণের মুক্তি ও অগ্রগতির জাতীয় সনদ হিসাবে আক্ষায়িত করেন ।
মাহাবুবুল হক নান্নু বিভিন্ন দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহনের যাত্রী সহ সকল শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলেন তিনি ৩১ দফায় মানুষের অধিকার প্রতিষ্ঠা সহ ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে গণতান্ত্রিক ও স্বনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মানে নির্ভর যোগ্য একটি দলিল সেটা তুলে ধরে বিএনপির পক্ষে থাকার এবং ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.