মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম গভীর রাতে অভিযান চালিয়ে খানসামার কাচিনিয়া এলাকায় আত্রাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ৫টি ড্রামট্রাক আটক করেছেন।
শনিবার (১২ অক্টোবর) আনুমানিক রাত দেড়টার দিকে জেলা ডিসি রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।আত্রাই নদীর তীরে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালু ভর্তি ৫টি ড্রামট্রাক জব্দ করা হয় এবং বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস করা হয়।নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান চলমান থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাচিনিয়া এলাকায় রাতের অন্ধকারে বালু উত্তোলন চলছিল। এতে আত্রাই নদীর পাড় ভেঙে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। জেলা প্রশাসনের এ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।