তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের আরেকটি মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে।
এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা ৭০ লক্ষ টাকার সিমেন্ট নষ্ট হয়ে গেছে। জাহাজের মালিক দাবি করছে এ ঘটনায় তাঁর ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলার মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জাহাজের মাস্টার মো. আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, নারায়নগঞ্জে থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে শুক্রবার দুপুরে দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পরে এমভি সৌমি-১। পরে শনিবার দুপুর ১২টায় বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর আরেকটি জাহাজ সৌমি-১কে সজোরে ধাক্কা দেয়। এতে সৌমি-১ জাহাজের তলা ফেটে জাহাজটি ডুবে যায়। পরে জাহাজে থাকা নাবিকরা স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার হয়।
ক্ষতিগ্রস্থ জাহাজের মাস্টার আমিনুল হক জানান, আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটি ধাক্কা দেওয়ার আগে বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে বলা হচ্ছিল যে, জাহাজের সঙ্গে জাহাজ লেগে যাচ্ছে। কিন্তু এমভি টিটু-৫৪ জাহাজ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।
তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে তাদের ৭০ লক্ষ ৫৬ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.