কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) এর নির্বাচনে মোহাম্মদ মতিয়ার হোসেন সভাপতি ও সিপন ঘরামী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে উপজেলা সমবায় অফিসার মোঃ জাকারিয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে শিক্ষক মোহাম্মদ মতিয়ার হোসেন চেয়ার প্রতীক নিয়ে ৩৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শিক্ষক এস এম মিজানুর রহমান ছাতা প্রতীক নিয়ে ২৯৩ ভোট পেয়েছেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে সিপন ঘরামী গোলাপ ফুল প্রতীক নিয়ে ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ রুহুল আমিন পেয়েছেন ২৫৯ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে প্রদীপ বালা, কোষাধ্যক্ষ পদে বিদ্যুৎ মন্ডল ও সদস্য পদে রেবা খানম এবং আলামিন মোল্লা নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মতিয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সিপন ঘরামী বলেন, আমরা ৩বছরের জন্য নির্বাচিত হয়েছি। এই ৩বছর শিক্ষক কর্মচারীদের সেবায় আমরা কাজ করবো।