Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় টাইফয়েড টিকা দান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট)
অক্টোবর ১২, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট)

সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় বাগেরহাটের কচুয়ায় শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম। শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় কচুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. মনি শংকর পাইক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা এবং শিক্ষক, অভিভাবকসহ অন্যান্যরা।

ডা. মনি শংকর পাইক জানান, ১৮ কার্যদিবসব্যাপী এ কর্মসূচির প্রথম ১০ দিনে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয় পর্যায়ে টিকা প্রদান করা হবে। পরবর্তী ৮ দিন কমিউনিটি পর্যায়ে বিদ্যালয়বহির্ভূত শিশুদের মধ্যে টিকা প্রদান করা হবে। এছাড়াও, নির্ধারিত ইপিআই কেন্দ্র থেকেও এই টিকা নেওয়ার সুযোগ থাকবে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বাগেরহাট জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশু ও কিশোর-কিশোরীকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।

সরকারি এই উদ্যোগের ফলে টাইফয়েড প্রতিরোধে বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা করছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।