Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে পাঁচ দফা দাবিতে জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

জয়পুরহাট প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে পাঁচ দফা দাবি তুলে ধরে জয়পুরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উল্লেখ করা হয়, যার মধ্যে রয়েছে জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন, আদেশ জারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ। বক্তারা বলেন, এ দাবি শুধু জামায়াতের নয়, এটি জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ। সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, অ্যাডভোকেট আসলাম হোসেন, জেলা অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা ইমরান হোসেন, মাওলানা সুজাউল করিম, মাওলানা মুনসুর রহমান, মাওলানা শফিউল হাসান দিপু, মাওলানা আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সর্বাত্মক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।