ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর (৪৬) ও তার স্ত্রী রুমা আক্তার (৪১)-এর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে তাদের বিরুদ্ধে প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ফরিদপুর সিনিয়র বিশেষ জজ আদালতে ফরিদপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।
দুদক সূত্রে জানা যায়, ওয়াদুদ মাতুব্বর তার সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৬১ হাজার ৯৮৪ টাকার সম্পদের তথ্য প্রদান করেন। তবে অনুসন্ধানে ৮৬ লাখ ৪৯ হাজার ৬৩১ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া ২০১২-১৩ সাল থেকে ২০২৩-২৪ অর্থ বছরে আয়কর রিটার্ন অনুযায়ী তার বৈধ সম্পদ ৩১ লাখ ২০ হাজার ১৬৭ টাকা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওয়াদুদ মাতুব্বর ৫৮ লাখ ৮৭ হাজার ৬৪৭ টাকার সম্পদ গোপন করেছেন এবং ২০ লক্ষ টাকার ঋণের মিথ্যা তথ্য প্রদান করেছেন। তার জ্ঞাত আয়ের তুলনায় ৫৫ লক্ষ ২৯ হাজার ৪৬৪ টাকা মূল্যের অবৈধ সম্পদ পাওয়া গেছে।
অন্যদিকে, তার স্ত্রী রুমা আক্তার ৭৪ লক্ষ ৪১ হাজার ৮৯৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন। অনুসন্ধানে তার নামে ১ কোটি ১১ লাখ ৮২ হাজার ১৩৭ টাকা মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে, যা তার বৈধ আয় ১৯ লক্ষ ৭২ হাজার ৬১৭ টাকার সঙ্গে অসংগতিপূর্ণ। এই সম্পদের মধ্যে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি ফ্ল্যাটও রয়েছে।
ওয়াদুদ মাতুব্বর সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়াগট্টি এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পরপর দুইবার সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং সর্বশেষ চেয়ারম্যান পদে থাকাকালীন ২০২৪ সালের আগস্টে অপসারিত হন। বর্তমানে তিনি একটি মামলায় কারাগারে আছেন।
ফরিদপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাশ নিশ্চিত করেছেন, স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন, মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়ের উৎসের তুলনায় প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্যের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.