হাসান শাহরিয়ার পল্লব পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি
সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।
রবিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.এসএম খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, মেডিকেল অফিসার ডা. নাহিদ, পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব, স্বাস্থ্য পরিদর্শক মো.আনিছুর রহমান, এমটি ইপিআই সানোয়ার হোসেন প্রমূখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ১৮ কার্যদিবসব্যাপী এই ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন টিকা কেন্দ্র এবং পরবর্তীতে কমিউনিটি পর্যায়ে পর্যায়ক্রমে পরিচালিত হবে। এ কর্মসূচিতে উপজেলার প্রায় ৫৮ হাজার ৫শ ৯৭ জন শিশুকে বিনামূল্য টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।প্রথম দিনে ২হাজার ৬৫৫ জন শিশু কিশোর কে টিকা দেওয়া হয়েছে।