তাড়াইল (কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে নিহত বজলুর রহমানের পরিবারের খোঁজ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ পপি খাতুন। এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
নিহত বজলুর রহমান (৪৫) তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের (শিববাড়ি) মৃত রমজান আলীর ছোট ছেলে। তিনি শনিবার(১১অক্টোবর) সকালে বাড়ির পাশের হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।
রোববার (১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ পপি খাতুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
পপি খাতুন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে একজনের মৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করেছি, ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্থানীয় ৪নং জাওয়ার ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রতন'কে নিহত পরিবারটিকে সাহায্য সহযোগিতা করার পরামর্শ প্রদান করেন।
এ সময় ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।বজলুর রহমানের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.