কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিষাক্ত সিসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার(১২ অক্টোবর) সকালে কাশিয়ানী উপজেলা শহিদ মিনার চত্তরে অত্র এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অত্র অঞ্চলের শিক্ষার্থী ও শতাধিক নারী পুরুষ সমাবেশে অংশ নেন।
এ সময় উপজেলার খাগড়াবারিয়া এলাকার সোনাডাঙ্গা খাল সংলগ্ন অবস্থিত এম এস মেটাল ইন্ডাস্ট্রি নামে বিষাক্ত সিসা কারখানা বন্ধের দাবিতে ব্যানার, বিভিন্ন লেখা সংযুক্ত প্লেকার্ড নিয়ে এ মানববন্ধন করেন তারা।
বিষাক্ত সিসা কারখানায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছে। কারখানার কারণে ব্যাটারির অ্যাসিডের প্রকট গন্ধে স্থানীয় লোকজন অতীষ্ঠ। কারখানা থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফলে ওই সিসা তৈরির কারখানার আশপাশের তিন কিলোমিটারের মধ্যে জমির ধান চিটা হয়ে যাচ্ছে, গাছ মারা যাচ্ছে, শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিচ্ছে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান আপন বলেন-আমরা মুক্ত বাতাসে বাঁচতে চাই, ভবিষ্যত প্রজন্মকে বাচাতে চাই, প্রশাসনকে বলতে চাই
অনতিবিলম্বে এই কারখানা বন্ধো করতে হবে, না হলে আগামীতে আমাদের দাবি আদায়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করার ঘোষণা ও দেন তিনি।
মানববন্ধনে স্কুল শিক্ষার্থী চাঁদনী বলেন- আমরা ঠিক মতো পড়ালেখা করতে পারিনা বিষাক্ত কালো ধোয়াঁ, রাসায়নিক বর্জ্য ও অ্যাসিডের উৎকট গন্ধে আমাদের জনজীবনকে চরমভাবে বিপন্ন করছে। এছাড়া অনেকেই এ্যাজমা, শ্বাসকষ্ট,ত্বকের রোগ, মাথা ও অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। ফসল বিনষ্ট হচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাই, আমরা বাচতে চাই।
মানববন্ধনে স্কুল শিক্ষার্থী সিনতিয়া রহমান বলেন-উক্ত সীসা কারখানার ক্ষতির প্রভাবে প্রতিনিয়ত পরিবেশ ও জল-বায়ু দূষিত হচ্ছে, মানুষ রাস্তা দিয়ে হাঁটাচলা ও বসত ঘরে দুর্গন্ধ ছরিয়ে পরে , নিঃশ্বাস নিয়া খুবই কষ্টকর হয়ে যায়, এবং উক্ত কারখানা দূষিত পানি সরাসরি কুমার নদে ছেড়ে দেওয়ার কারনে এই চার ইউনিয়নের মানুষের ভিতরে শ্বাসকষ্ট ও চর্মরোগ দেখা দিয়েছে দূষিত পানি এবং ধোয়ার কারনে কৃষি জমি ও সবুজ গাছপালা শেষ হয়ে যাচ্ছে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রতিবাদিরা।
উল্লেখ্যঃ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত সিসা কারখানার এসিডের ঝাঝালো গন্ধে অতিষ্ঠ জনজীবন ভুকছে শ্বাসকষ্ট, ঘা পাছড়ায় এমন প্রতিবেদন প্রকাশ হলেও কোন পদক্ষেপ নেই প্রশাসনের।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.