রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
তদবির ও প্রভাবমুক্ত স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। তদবির, সুপারিশ কিংবা সিন্ডিকেটের প্রভাব এড়াতে তিনি লটারির মাধ্যমে ১৫ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদায়ন সম্পন্ন করেছেন।
রোববার (১২ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত এসিল্যান্ডরা নিজ হাতে লট তুলে নিজেদের কর্মস্থল নির্ধারণ করেন।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার বলেন,
“আমাদের লক্ষ্য হচ্ছে প্রশাসনে স্বচ্ছতা, ন্যায় ও জবাবদিহি নিশ্চিত করা। লটারির মাধ্যমে পদায়ন কর্মকর্তাদের মধ্যে আস্থা সৃষ্টি করবে এবং তদবিরের প্রবণতা বন্ধ করবে।”
এর আগে তিনিই একই পদ্ধতিতে ২১ জন সার্ভেয়ারের বদলি নির্ধারণ করে প্রশংসা কুড়িয়েছিলেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই ফিরোজ সরকার খুলনায় প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে কার্যকর ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে একের পর এক উদ্ভাবনী পদক্ষেপ নিচ্ছেন। মাঠ প্রশাসনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা ফিরেছে—এমন মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
লটারির মাধ্যমে পদায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং সদস্যসচিব রাফিউল ইসলাম টুটুল।
এই পদক্ষেপকে খুলনার প্রশাসনিক মহল দেখছে স্বচ্ছতা ও ন্যায্যতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এমন উদ্যোগ ভবিষ্যতে দেশের প্রশাসনিক কাঠামোতে আস্থা ও সমতার নতুন সংস্কৃতি গড়ে তুলবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.