সুব্রত সসরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সারা দেশের ন্যায় মাগুরার মহম্মদপুর উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।এ কর্মসূচিতে ৫৮হাজার ৭৫০ জন শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বিনোদপুর সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা কাজী ডাঃ মোঃ আবু আহসান , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আহম্মেদ শরিফ,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কাজী শফিউল আলম,মেডিকেল টেকনোলজিস্ট কে,এম মফিজুর রহমান প্রমূখ।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এক ডোজ করে টাইফয়েডের টিকা পাবে। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে। এই ক্যাম্পেইনের মোট ৫৭৪ টি টিকাদান কেন্দ্র রয়েছে।এরমধ্যে শিক্ষা প্রতিষ্টানে ৩৮১,অস্থায়ী কেন্দ্র (ইপিআই) ১৯২ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র ১ টি কেন্দ্রের মাধ্যমে ৫৮ হাজার ৭৫০ জন শিশু ও কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, জন্ম নিবন্ধন দিয়ে নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে। এই টিকা টাইফয়েড প্রতিরোধে খুবই কার্যকর বলেও তিনি জানান।
সুব্রত সসরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সারা দেশের ন্যায় মাগুরার মহম্মদপুর উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।এ কর্মসূচিতে ৫৮হাজার ৭৫০ জন শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বিনোদপুর সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা কাজী ডাঃ মোঃ আবু আহসান , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আহম্মেদ শরিফ,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কাজী শফিউল আলম,মেডিকেল টেকনোলজিস্ট কে,এম মফিজুর রহমান প্রমূখ।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এক ডোজ করে টাইফয়েডের টিকা পাবে। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে। এই ক্যাম্পেইনের মোট ৫৭৪ টি টিকাদান কেন্দ্র রয়েছে।এরমধ্যে শিক্ষা প্রতিষ্টানে ৩৮১,অস্থায়ী কেন্দ্র (ইপিআই) ১৯২ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র ১ টি কেন্দ্রের মাধ্যমে ৫৮ হাজার ৭৫০ জন শিশু ও কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, জন্ম নিবন্ধন দিয়ে নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে। এই টিকা টাইফয়েড প্রতিরোধে খুবই কার্যকর বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.